ঢাকা | বঙ্গাব্দ

দোকানের ছাল কেটে মোবাইল চুরি

  • আপলোড তারিখঃ 08-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 504729 জন
দোকানের ছাল কেটে মোবাইল চুরি ছবির ক্যাপশন: সংগ্রহকৃত ছবি
LaraTemplate

করিমগঞ্জের মরিচখালী বাজারে দোকানের টিনের চালা (ছাল) কেটে চুরির ঘটনা ঘটেছে। 


সোমবার (৮ এপ্রিল) রাতে এ চুরির ঘটনা ঘটে। সামাদ টেলিকম থেকে ৪১টি স্মার্ট ফোন ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরির দাবি করেন দোকান মালিক এরশাদ উদ্দিন। 


এরশাদ উদ্দিন জানান, রোববার (৭ এপ্রিল) রাত পৌনে ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান দোকান কর্মচারী হাসান। সকালে দোকানে এসে দেখতে পান সাটার ভিতর দিয়ে আটকানো।পরে সাটার খোলে ভেতরে গিয়ে দেখেন দোকানের অপ্পো, রিয়েলমি, টেকনো, জেডটিই, আইটেল, সেম্পনি, টুইনম্যাক্সসহ ৭ টি ব্যান্ডের ৪১ টি নতুন স্মার্টফোন, ক্যাশ বাক্স ভেঙে নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্রও চুরি গেছে।


এঘটনায় নগদ অর্থসহ আনুমানিক প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে দাবি করে করিমগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। 


করিমগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতার করতে অভিযান অব্যহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর