ঢাকা | বঙ্গাব্দ

বিবেক তো মরে গেছে

  • আপলোড তারিখঃ 13-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 490308 জন
বিবেক তো মরে গেছে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

এম মনিরুজ্জামান আকাশ

প্রভাষক, 

সমাজবিজ্ঞান বিভাগ, 

প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী(অনার্স)কলেজ, 

আটলংকা সিটি, চাটমোহর, পাবনা।


সমাজ সংসার হতে বিচ্ছিন্ন হতে চাই-

সমাজের অবিচার নির্বিচার আমাকে দগ্ধ করেছে,

আমার মৃত্যু হয় রোজ বারংবার -

ইচ্ছে শক্তিতে আমি পারিনা কেন বাঁচতে!

রোজ প্রতিক্ষণে দেখি সমাজের আনাচে কানাচে-

কত মা-বোন হচ্ছে নির্যাতিত ও নিগৃহীত,

হত দরিদ্র মরছে ক্ষুধায় ; কাপড়ের অভাবে-

কেন পারিনা ইচ্ছা থাকতেও... কিছু করতে!


তাদের প্রতি মন শুধুই কাঁদে নিরবে নিভৃতে-

স্বার্থপরতা লোভে আমায় গিলে ফেলেছে,

আমি হয়েছি মানুষ থেকে জীব প্রাণী কেন?

পরশ্রীকাতরতা কাজ করে শুধু আমাতে।

ভাবনা নেই পরের প্রতি কভুও সামান্য যেন-

আমি রোজ করি যুদ্ধ সন্ত্রাসীর সাথে একা,

আমার বিবেকও আমায় করে দংশন-

কিন্তু কি করবো একার পক্ষে যেন এ অসম্ভব!


তবুও মনোবল ভাঙ্গিনী আত্মবিশ্বাসী প্রাণে-

আমার মৃত্যু হলেও জন্ম নেই রোজ অনেকবার,

ঘটে মৃত্যু আবার জন্ম নেই-মৃত্যু বরণ করি-

এভাবে কি কাল চলে! বলতে পারো কি কেউ?

পারেনা চলতে ;যায়না  ভিক্ষার জীবন নিয়ে চলা-

আমার পরাজয় ;আমার মৃত্যু সংগ্রামে ন্যায়ের পরাজয়,

ক্ষণকালে আমি মৃত্যুর মাঝেই চাই বাঁচতে জগতে-

চাইনা সত্যের মৃত্যু ; ন্যায়ের মৃত্যুই আত্মার মৃত্যু...


(💚💜(মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ,

           কচুগাড়ী,কুয়াবাসী,

           চাটমোহর,পাবনা-৬৬১০)


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর