ঢাকা | বঙ্গাব্দ

রাইখালী ইউনিয়নে টিসিবির পন্য বিতরন

  • আপলোড তারিখঃ 08-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 500446 জন
রাইখালী ইউনিয়নে টিসিবির পন্য বিতরন ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

সোমবার (৮ এপিল) রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের রিফিউজিপাড়ায় এক হাজার তিন শত পরিবারের মাঝে টিসিবির পন্য বি ঞয় করা হয়েছে।


স্কুল সংলগ্ন এলাকায় ডিলার বিদশন বডুয়া  সহ রাইখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপত ট্যাগ অফিসার কাপ্তাই উপজেলার বিআরডিবি কমকর্তা জনাব আবদুল্লাহ আল বাকের উপস্থিত থেকে কাডধারীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন।মোট তিন শত চল্লিশ টাকায় প্রতিজন কাডধারিকে ৫কেজি চাউল,২কেজি ডাল এবং ১কেজি চিনি দেওয়া হয়েছে।এতে রাইখালী ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর