ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও চিত্রশিল্পীদের আর্ট ক্যাম্প পরিদর্শন

  • আপলোড তারিখঃ 19-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 497357 জন
নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও চিত্রশিল্পীদের আর্ট ক্যাম্প পরিদর্শন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইলের কুড়িরডোপ মাঠে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী-২০২৩ উপলক্ষে ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১৯ এপ্রিল) উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেলাল মাহমুদ শরীফ, মাননীয় বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল। পুলিশ সুপার আমন্ত্রিত অতিথিদের সাথে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। পরবর্তীতে পুলিশ সুপার অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত মাছিমদিয়ায় ৩৬ জন চিত্রশিল্পীদের চিত্রকর্ম নিয়ে আয়োজিত আর্ট ক্যাম্পে যোগদান করেন। সেখানে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।


পরবর্তীতে ৩৬ জন চিত্রশিল্পীর হাতে তাদের চিত্রকর্মের জন্য সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। পরিশেষে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান'র হাতে স্মৃতি স্মারক হিসেবে উপস্থিত চিত্রশিল্পীদের একটি চিত্রকর্ম তুলে দেন।



এ সময় জুলিয়া সুকায়না, উপ-পরিচালক, স্থানীয় সরকার; শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক);  বীর মুক্তিযোদ্ধা সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রাকিবুল ইসলাম রুবেল

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর