ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জের সদর উপজেলায় যারা জয় পেলেন

  • আপলোড তারিখঃ 09-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 490475 জন
কিশোরগঞ্জের সদর উপজেলায় যারা জয় পেলেন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মহান মুক্তিযুদ্ধে শহীদ ইয়াকুব আলীর সন্তান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন।তিনি পেয়েছেন ৪৪ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক চেয়ারম্যান মামুন আল মাসুদ খান কাচ পিরিচ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১৫৪ ভোট।


বুধবার রাত সাড়ে ১১ টায় উপজেলা উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল।


ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রিফাত উদ্দিন আহমেদ বচ্চন। তিনি উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেছুর রহমান মিতুল চশমা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৯৯ ভোট।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মাসুমা আক্তার।তিনি হাস মার্কায় পেয়েছেন ৫৪ হাজার ৫৫ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাছলিমা সুইটি ফুটবল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৫৭৪ ভোট।


সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী,সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা সদর উপজেলার মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ৮১৮ জন।এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬৩২ জন। মহিলা ভোটার ১ লাখ ৭৬ হাজার ১৮৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৩ জন। সদর উপজেলার মোট ভোট কেন্দ্র ১২৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।


নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান আওলাদ হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার এই বিজয় সদর উপজেলাবাসীর বিজয়।আমি সকল ভোটারের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে এই উপজেলার উন্নয়নে এবং এই উপজেলার সম্মানীত নাগরিকদের কল্যাণে কাজ করে যাব।’


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর