ঢাকা | বঙ্গাব্দ

ভোলার বাপ্তা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-২

  • আপলোড তারিখঃ 10-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 510961 জন
ভোলার বাপ্তা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-২ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate
ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী সহ ২জন আহত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধা ৬ টার সময় বাপ্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাচড়া গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, আহত নুরনবী (৩৫) ও তার পরিবারের ৫ ভাইদের মধ্যে বাবার সম্পত্তি ভাগ বাটোয়ারা জন্য স্থানীয় ভাবে সালিশিতে বসেন। সালিশের শেষ পর্যায়ে যার যার সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে গেলে, হঠাৎ করেই নূর মোহাম্মদ, আবু তাহের, তানভীর, নুর আলম, রাবেয়া, নাজমা ও লিমা সঙ্ঘবদ্ধ ভাবে এসে নূর নবীকে এলোপাতাড়ি পিটিয়ে ও তাদের হাতে থাকা দাড়ালো খুর দিয়ে তার মাথার বিভিন্ন স্থানে পোঁচ দিতে থাকেন। নুরনবী কে বাঁচাতে তার স্ত্রী আঁখি বেগম ছুটে আসলে তাকে ও পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্তরা। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে ভোলা ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত আবু তাহের এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে ও তার ফোন টি বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর