চাঁদপুর সদরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন,পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অসহায় ২ পরিবারের বিয়ে ও চিকিৎসার জন্য ২ পরিবার কে আর্থিক সহযোগিতা দেওয়া হয় এবং সাথে বিদেশ ফেরত উপদেষ্টা স্বপন মিজি ও সহ সভাপতি ইব্রাহিম দেশে আগমন উপলক্ষে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা আমিন খাঁন ,উপদেষ্টা অন্য সদস্যবৃন্দু শাহজাহান খান,মুজিব,রাশেদ, মামুন,সোবহান গাজী,মোক্তার মাঝি,খোকন মাঝি,বাবুল মিজি,রাজু পাটঃ, শাহজালাল পাটঃ,আকবর পাটঃ মোঃ ইমাম পাটঃ, মিলন পাটওয়ারী,মিরাজ,তারেক জমদার,মোঃ হারুন,মিজান,,মোঃনূরুল হক খান,মোঃ রবিউল শেখ,মোঃশফিউল আলম গাজী,মোঃ জসিম,আনচার খান।
মোঃহাছান,মোঃ হেলাল খান,মোঃআবু তাহের দেওয়ান,মোঃ মেহেদী হাসান (মিশু),মো: জাহিদ,মোঃইব্রাহিম ,মো: সুজন খান,মোঃমহাসিন খান,মোঃমাইনুদ্দিন পাটওয়ারী,মোঃ সুমন রাড়ী,মোঃসোহাগ,মোঃজহিরুল ইসলাম,মোঃ শাকিল, মোঃ আলম পাটোয়ারী,মোঃমাইনুদ্দিন মাঝি,মো:হাছান ছৈয়াল,মোঃইউসুফ খান,মোঃ রাছেল বরকন্দাজ,মো: রিয়াদ শেখ,মোঃ আল আমিন জমাদ্দার।
মো:আরিফ শেখ,মোঃ ইমরান খান,মোঃরাহিম পাটোয়ারী,মোঃনাছির শেখ,মোঃতাজরুল ইসলাম সহ ,প্রতিষ্ঠাতা,ও প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য ও সংগঠনের সবার সুপরামর্শে গতকাল শুক্রবার সংগঠন কার্যালয়ে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
সংগঠনের সহ সভাপতি রহমতউল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্বপন মিজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম, তারেক ও সুমন।
প্রধান অতিথি বলেন সততা ও নিষ্ঠার সাথে পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব এগিয়ে যাচ্ছে, যা পুরো চান্দ্রা ইউনিয়নের রোল মড়েল স্থাপন করছে আমরা গরীবের পাশে ছিলাম ইনশাআল্লাহ সামনেও থাকবো।
এসময়ে আরো উপস্থিত ছিলেন সিয়াম খান ,রাকিবুল, সিহাব,আরিফ,রাব্বি সিয়াম সহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বিগণ।