গতকাল (১৫-০৮-২০২৪) বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে জামালপুর জেলা, মেলান্দহ উপজেলার, ঝাউগড়া বাজারে তামিম হোসেনের দোকানে চুরির ঘটনা ঘটে গতকাল রাত ৮ টার সময় দোকানের গ্রাহক সেজে ভিতরে প্রবেশ করে ক্যাশ থেকে ৫০ হাজার টাকা কৌশলে নিয়ে নেই আইয়ুব আলী নামের এক চুর।
দোকানে থাকা সিসি ক্যামেরার মাধ্যমে চুর কে সনাক্ত করা হয় তার পর মাদারগঞ্জ উপজেলার মিলন বাজারের বেলামারি গ্রামে আইয়ুব আলী (৩৫)নামে চুর কে ধরে আনা হয়।
আইয়ুব আলী জানায় তার সাথে আরো দুইজন ছিলো মাদারগঞ্জ এর বেলামারি গ্রামে শফিকুল ইসলাম এর ছেলে আল-আমিন ও বামুন পাড়া, আমতলা গ্রামের আহালু ৩ জন এই চুরির সাথে জড়িত ছিলো। তাদের গতকাল বিকাল থেকে বাজারে মধ্যে এলোমেলো ভাবে ঘোরাঘুরি করতে দেখে কয়েক জন ব্যাবসায়ী।
টাকা আদায়ের জন্য পরবর্তীতে আজ বিকালে আহালু কে ধরে আনা হয়। অবশেষে তারা দুইজন ভাগের ৩০ হাজার টা দিতে সম্মতি জানায় আলা আমিন কে ধরে টাকা ফেরত দেওয়ার কথা জানা তার এলাকার দুইজন জনপ্রতিনিধি।