ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ,জরিমানা ১লাখ ৬০ হাজার

  • আপলোড তারিখঃ 11-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 315867 জন
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ,জরিমানা ১লাখ ৬০ হাজার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

সোমবার ১১ নভেম্বর দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার, সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি এলাকায় এ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আদিতমারী উপজেলার দুরারকুটি কলোনি এলাকায় কারখানা দিয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে সারা দেশে সরবরাহ করছেন আজাদ হোসেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন নিয়ে দুরারকুটি কলোনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।


এ সময় আজাদ হোসেনের পলিথিন কারখানা থেকে প্রায় এক মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। পলিথিন উৎপাদনের অপরাধে কারখানা মালিক আজাদ হোসেনের এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। 


নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, নিষিদ্ধ পলিথিন কারখানা মালিক আজাদ হোসেনের এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ করা প্রায় এক মেট্রিক টন পণ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর