ঢাকা | বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে যুবলীগ নেতাসহ দুইজন গ্রেফতার

  • আপলোড তারিখঃ 16-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 311296 জন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে যুবলীগ নেতাসহ দুইজন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।


গ্রেফতার দুইজনের মধ্যে সুলাইমান মিয়া (২৫) কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ ভরাটি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে ও বৌলাই ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং কচ্চু মিয়া ওরফে খছরু (৩৮) একই এলাকার মৃত আ. হাসিমের ছেলে ও বৌলাই ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।


শুক্রবার, ১৫ নভেম্বর রাত ৪ টা ২০ মিনিট থেকে রাত পৌনে ৫টা পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে তাদেরকে বৌলাই এলাকা থেকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের  বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই চৌধুরী।


তিনি আরো জানান, গত ৪ অগাস্ট বেলা অনুমান  ১ টার দিকে  কিশোরগঞ্জ জেলার সদরেউপজেলার খরমপট্টি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুতর আহত  হন।


এ ঘটনায় মো. সাজ্জাদ হোসেন বাদি হয়ে কিশোরগঞ্জ  সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার আসামিগণ ওই মামলার এজহারভূক্ত আসামি। মামলা রুজুর পর র‌্যাব , কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর