শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার চৌদ্দশত দরবারপুর এলাকায় মাটিভর্তি ট্রাক আটক করে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় গ্রামবাসী।
কিশোরগঞ্জে সরকারি অনুমতি ছাড়া বিল থেকে অবৈধভাবে মাটি কাটা ও গ্রামের সড়ক দিয়ে মাটি বোঝাই ট্রাক চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, গত প্রায় ১ মাস ধরে দরবারপুর ও পার্শ্ববর্তী গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি কৌয়া বিল থেকে অবৈধভাবে মাটি কেটে ৫টি গ্রামের ভেতর দিয়ে লরি ট্রাক ও রাত্রে ড্রাম ট্রাকে ইটভাটায় বিক্রি করছে। এতে ধ্বংস হচ্ছে চলাচলের রাস্তা, ধুলোবালি এবং বেপরোয়া ট্রাক চলাচলের কারণে স্কুল ও মাদ্রাসায় যেতে পারছে না তাদের সন্তানরা।
স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজ বাধা দিলে তারা জোর করে মাটির ট্রাক চলাচল করাচ্ছে ও হুমকিসহ মামলার ভয় দেখায়।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি নির্দেশ অমান্য করে কৌয়া বিল থেকে কোটি কোটি টাকার মাটি বিক্রি ও সরকারি রাস্তা নষ্টসহ মাটি সিন্ডিকেটের সদস্যরা পরিবেশের ক্ষতি করলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে না। জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেও মিলছে না প্রতিকার।
সময় বক্তব্য রাখেন দরবারপুর গ্রামের মো. আবু রায়হান, শাহজাহান, মাসুক মিয়া, দিনু সরকার, আজিজুল হক, আবু খালেদ ও মো. সামছুদ্দিন প্রমুখ।
এসময় চৌদ্দশত ইউনিয়নের দরবারপুর ও আরও পাঁচ গ্রামের ছাত্র-যুবকসহ পাঁচ শতাধিক এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
এ ব্যাপারে চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার আলী বলেন, ‘আমি রাজনৈতিক ও প্রভাবশালীদের চাপের মুখেও মাটি কাটার অনুমতি দেইনি।’
তবে বিষয়টি অবগত আছেন উল্লেখ করে দ্রুত মাটি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ মিয়া বলেন, ‘আমি মাটির ট্রাক আটক ও এলাকাবাসীর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, অচিরেই ব্যবস্থা নেয়া হবে, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’