ঢাকা | বঙ্গাব্দ

গাছা থানা পুলিশ কর্তৃক অপহৃত (১৬ মাসের) শিশুকে উদ্ধার পূর্বক অপহরণকারী ০১ (এক) জন মহিলা গ্রেফতার

  • আপলোড তারিখঃ 23-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 269001 জন
গাছা থানা পুলিশ কর্তৃক অপহৃত (১৬ মাসের) শিশুকে উদ্ধার পূর্বক অপহরণকারী ০১ (এক) জন মহিলা গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বাদী মোঃ শফিকুল ইসলাম, জন্ম তারিখ-১৬/০১/১৯৯৯ খ্রি., পিতা-মোঃ লাহুট মিয়া, মাতা-জহুরা আক্তার, সাং-গাতীপাড়া, ডাকঘর-রামসিদ্ধ, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, এ/পি-ডেগেরচালা, সেল্ফ গার্মেন্টস এর সামনে (জনৈক আবু বক্কর সিদ্দীক এর বাড়ীর ভাড়াটিয়া), ওয়ার্ড নং-৩২, থানা-গাছা, গাজীপুর মহানগর থানায় হাজির হয়ে এই মর্মে অভিযোগ দায়ের করেন যে, গত ১৯/১২/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকা হতে দুপুর আনুমানিক ১২.৪০ ঘটিকার মধ্যবর্তী যেকোন সময়ে আসামি মোসাঃ শাহিনা (৩০) বাদীর ছেলে মোঃ জুনাইদ ইসলাম (১৬ মাস) কে গাছা থানাধীন ডেগেরচালা সাকিনস্থ সেল্ফ গার্মেন্টস এর সামনে জনৈক আবু বক্কর সিদ্দীকের বাড়ী বাদীর বর্ণিত বর্তমান ঠিকানার ভাড়াকৃত বাসার ভিতর হতে অপহরণপূর্বক অজ্ঞাতস্থানে নিয়ে চলে যায়।


বাদীর অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ, গাছা থানা মহোদয় গাছা থানার মামলা নং-১৬, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০) এর ৭/৮ রুজু করে এসআই (নিঃ) রুহুল আমিন এর নিকট তদন্তের জন্য অর্পন করেন। মামলা রুজু হওয়ার সাথে সাথেই জনাব ফাহিম আসজাদ, সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন), জিএমপি, গাজীপুর এর সার্বিক দিক নির্দেশনায় গাছা থানার এসআই (নিঃ) মনির হোসেন এর নেতৃত্রে একটি টিম ও এসআই (নিঃ) রুহুল আমিন এর নেতৃত্রে অপর একটি টিম ঢাকা জেলার আশুলিয়া, ধামরাই, সাভার সহ গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা থানাধীন বিভিন্ন এলাকায় ভিকটিমকে উদ্ধার অভিযান পরিচালনা করতে থাকে কিন্তু অপহরণকারী বারবার কৌশলে তার অবস্থান পরিবর্তন করতে থাকে। পরবর্তীতে সোর্স ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি মোসাঃ শাহিনা (৩০) এর অবস্থান শনাক্ত করে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই (নিঃ) রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ সকাল ১১.০৫ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় মুন্ডা ঘাট সংলগ্ন রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে আসামি মোসাঃ শাহিনা (৩০) কে গ্রেফতার পূর্বক আসামির হেফাজতে থাকা ভিকটিম মোঃ জুনাইদ ইসলাম (১৬ মাস)কে উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা : মোসাঃ শাহিনা (৩০), পিতা-মৃতঃ আঃ রহিম, মাতা-জহুরা খাতুন, সাং-দক্ষিণ দলগ্রাম, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট, এ/পি-ছয়দানা, হারিকেন (ভাড়াটিয়া), থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর