পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া গ্রামের রাস্তার অবস্থা খুবই নাজুক। জোলায় চরাট সাঁকো এখানে পাকা ব্রিজ নির্মাণ করা খুবই জরুরী ও সংযোগ রাস্তাটও পাকা করা সময়ের প্রয়োজন। এলাকাবাসীদের প্রানের দাবী এই যে, দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে রাস্তা ঘাট পাকা করা হয়েছে।
এ এলাকার মানুষ রাস্তাটিও পাকা করার দাবী জানিয়ে বিভিন্ন মহলে তদবির করেও কোন সরাহা পাননি। চাটমোহর উপজেলার সীমান্ত গ্রাম হওয়ার জন্যই কি এত বৈষম্য! খন্দবাড়িয়া গ্রামের মানুষের যাতায়াতের চির-দূর্ভোগ দূরীকরণের নিমিত্তে অবিলম্বে রাস্তাটি পাকাকরণ এবং জোলার মুখে একটি পাকা ব্রিজ নির্মাণ করার যথাযথ পদক্ষেপ গ্রহণ প্রয়োজন ।
এ বিষয়ে কথা হয় গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশের সাথে, তিনি বলেন এলাকার জনপ্রতিনিধিগনের আন্তরিকতার সদিচ্ছার কারণেই এত কিছু উন্নয়ন মুলক কাজ দেশে দৃশ্যমান হলেও মাত্র কয়েক লক্ষ টাকার প্রকল্প গ্রহন করা হয়নি কেনো বুঝতে পারছিনা। নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নূর জাহান বেগম মুক্তি চলতি মৌসুমে প্রকল্প গ্রহন করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি।