ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেফতার

  • আপলোড তারিখঃ 13-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 316993 জন
কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 কিশোরগঞ্জে এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের ৭টি আসনের ৩টি টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার, ১২ নভেম্বর কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার   করা হয়। এই সময় তার কাছ থেকে ৩ টি টিকিট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার মো. কাউসার মিয়া  মিঠামইন উপজেলার চমকপুর ঘাগড়া গ্রামের কোরবান আলীর ছেলে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইন থেকে টিকিট (কিশোরগঞ্জ টু ঢাকা) সংগ্রহ করে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের দ্বিগুণ দামে বিক্রি করতেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। টিকিট কালোবাজারি  গ্রেফতার অভিযান অব্যাহত আছে।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর