বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি
সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্প কারখানায় নিরাপত্তার পাশাপাশি দেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সহযোগিতা করে আসছেন।
এরই ধারাবাহিকতায় ২৪শে মার্চ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নং গেইট এ ডিউটি চলাকালে সিপাহী লাবিব হোসাইন, ৬ আনসার ব্যাটালিয়ন ঘাগড়া রাঙ্গামাটি।
আর্চ ওয়েতে,সাধারন আনসার ইয়াছিন আলী, লাভলু মিয়া, মহিলা আনসার আসমা আক্তার, কে সঙ্গে নিয়ে নিজেদের উপর অর্পিত দ্বায়িত্ব পালনের সময়।
অবৈধ ভাবে লাগেজে করে রিয়াল নেওয়ার সময় তিন ব্যক্তিক আটক করে।
এসময় আটককৃত ১ম ব্যক্তির নিকটে থাকা পঞ্চাশ হাজার রিয়াল, ২য় ব্যক্তির নিকট উনপঞ্চাশ হাজার রিয়াল, এবং ৩য় ব্যক্তির নিকটে থাকা বত্রিশ হাজার পাঁচশো রিয়াল উদ্ধার করে।
এর মধ্যে বত্রিশ হাজার পাঁচশো রিয়াল বহনকারীর বৈধতা থাকলে ওনাকে ছেড় দিয়ে বাকী দুজন কে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।