ঢাকা | বঙ্গাব্দ

ভুট্টা‌ ক্ষে‌তে ৮ বছ‌রের শিশু‌কে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

  • আপলোড তারিখঃ 25-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 47033 জন
ভুট্টা‌ ক্ষে‌তে ৮ বছ‌রের শিশু‌কে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘাস কাটতে ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে‌ছে। এ ঘটনায় সোমবার রাতে পুলিশ সাঈম আলী (৪০) না‌মে এক ব‌্যক্তি‌কে গ্রেফতার ক‌রে‌ছে। 


ঘটনাটি ঘটেছে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামে। আটক ওই ব্যক্তি একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।


অভিযোগ সূত্রে জানা যায়, গত র‌বিবার (২৩ মার্চ) বিকে‌লে উত্তর ভরতের ছড়া গ্রামের আট বছরের এক শিশু‌ ছাগলের ঘাস কাটতে সমবয়সী আর এক শিশুসহ বাড়ি অদূরে ভুট্টা ক্ষেতে যায়। এর কিছুক্ষণ পর এক‌টি শিশু বাড়ি  চলে গেলে সাঈম আলী শিশুটিকে ঘাসকাটা শেখানোর ছলে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে।


বিষয়‌টি জানাজা‌নি হ‌লে গত সোমবার (২৪ মার্চ)  শিশুটির মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় এজাহার দায়ের করলে সোমবার রাতে অভিযান চালিয়ে সাঈমকে আটক করে।


ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আল হেলাল মাহমুদ জানান, শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় আটক সাঈমকে আজ (মঙ্গলবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর