ঢাকা | বঙ্গাব্দ

করিমগঞ্জ নূরানী মাদ্রাসায় নতুন বর্ষে সবক প্রধান অনুষ্ঠিত.

  • আপলোড তারিখঃ 17-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 486726 জন
করিমগঞ্জ নূরানী মাদ্রাসায় নতুন বর্ষে সবক প্রধান অনুষ্ঠিত. ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের, জাফরাবাদ আদর্শ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৭ ( মে ২৪)  শুক্রবার, বাদ জুম্মা নামাজের পর, জাফরাবাদ নূরানী জামে মসজিদে নতুন শিক্ষা বর্ষে নাজেরা বিভাগের ১২ জন এবং আমপারা নেওয়া ৯ জন ছাত্রদের কে  সবক করা হয়। 




সবক প্রধান করেন জাফরাবাদ আদর্শ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও  মসজিদের সভাপতি  হযরত মাওলানা আতহার আলী হাফি,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহতামিম মাওলানা নাজিম উদ্দীন।



নূরানী বিভাগের প্রধান মাওলানা তানভীর আহমেদ, মাওলানা হুসাইন আহমেদ, হাফেজ আবু ইউসুফ সোহাগ, জনাব নুরুল ইসলাম, জনাব হুসাইন আহমেদ, জনাব মহসিন আহমেদ, সহ আগত মুসুল্লি বৃন্দ। পরে  দেশ বিদেশে অবস্থান রত সকল শুভাকাঙ্ক্ষীর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর