ঢাকা | বঙ্গাব্দ

১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

  • আপলোড তারিখঃ 12-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 314181 জন
১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের কটিয়াদী অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা। এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।


গ্রেফতার দুইজনের মধ্যে মো. আমির হোসেন (৪২) জামালপুর সদর উপজেলার বারুয়ামারী এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে ও স্বপ্না খাতুন (৩৫) একই এলাকার মো. আমির হোসেনের স্ত্রী। গ্রেফতার দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী।


মঙ্গলবার, ১২ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে কটিয়াদী উপজেলার দড়িচড়িয়াকোনা কদমতলা স্টেশনস্থ জনৈক মো. এমদাদুল হকের মার্কেটের সামনে ভৈরব টু কিশোরগঞ্জ গামী মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।


এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের  বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই চৌধুরী।


তিনি আরো জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের দড়িচড়িয়াকোনা কদমতলা স্টেশনস্থ জনৈক মো. এমদাদুল হকের এর মার্কেটের সামনে ভৈরব টু কিশোরগঞ্জগামী মহা সড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করা কালে কিশোরগঞ্জ শহরের দিকে আগত ১ টি এলিয়েন কার থামার জন্য সংকেত দিলে র‌্যাবের রাস্তা বেরিকেডের সামনে গাড়িটি থামামাত্রই গাড়ির পিছনের সিটে থাকা অজ্ঞাতনামা দুইজন পালানোর প্রস্তুতিকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১১ কেজি গাঁজা, তাদের সাথে থাকা ১৫ হাজার ১শ’ টাকা জব্দ করা হয়।


এ বিষয়ে কটিয়াদী থানায় মামলা দায়ের ও গ্রেফতার আসামিদের কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর