ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে ২৮ কেজি গাঁজা ও দুটি পিকআপসহ তিনজন গ্রেফতার

  • আপলোড তারিখঃ 28-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 150351 জন
কুলিয়ারচরে ২৮ কেজি গাঁজা ও দুটি পিকআপসহ তিনজন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও দুটি পিকআপসহ তিন ব্যক্তিকেত গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।


গ্রেফতার তিনজনের মধ্যে আকরাম হোসেন (২৫)  ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার পাঁচপাই এলাকার কামাল হোসেনের ছেলে, মো. সুমন মিয়া (২২) ত্রিশাল উপজেলার মল্লিকবাড়ি গুবিদিয়া এলাকার করিম মিয়ার ছেলে ও মো. রিয়াজ (২২) একই উপজেলার তালাবহর (তালাবর) এলাকার মৃত সফুর উদ্দিনের ছেলে।


বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কুরিয়ারচর উপজেলার রামদি বিএনপি কার্যালয়ের সামনে ভৈরব টু কিশোরগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর থেকে গ্রেফতার করা হয়।


এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের  বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) লুৎফা বেগম। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদক আইনে মামলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর