ঢাকা | বঙ্গাব্দ

"হে-কোরআনের পাখি আজ তোমার জন্মদিনে" মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 03-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 214955 জন
"হে-কোরআনের পাখি আজ তোমার জন্মদিনে" মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

"হে-কোরআনের পাখি আজ তোমার জন্মদিনে "

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ০৩/০২/২০২৫ খ্রিঃ


হে-কোরআনের পাখি আজ তোমার জন্মদিনে,

দোয়া করি মন ভরে আমি অধম দিনোহীনে।

কোরআন হাদিস বক্ষে তুমি রেখ সদা ধরে,

এই দোয়া করি আমি মহান আল্লাহর দরবারে।

গুরু ভক্তি করবে তুমি আদর্শবান হয়ে,

সত পথে চলবে সদা অসত পথের ভয়ে।

দুঃখ ব্যথা দূর করবে সবার কোরআনের পাখি হয়ে,

কোরআন হাদিসের আলো জালবে আল্লাহর ভয়ে।

দিনের বড় আলেম হবে কোরআন ও হাদিসের,

উপকারে আসবে সদা দেশ ও দশের।

মা বোনদের সম্মান করবে আপন মনে করে,

মায়ের মনে দুঃখ ব্যথা দিবে না ভুল করে।

পিতা হয়ে আমি তোমায় করছি এই আদেশ, 

আল্লাহ ও আল্লাহর রাসুলের পথে থেকে 

দিন কাটাবে বেশ।

জানাজা নামাজ পড়াবে আমার শেষ বিদায়ের দিনে,

তোমার দোয়ায় নাজাত পাব আমি অধম দিনোহীনে।

আমি অধম নাদান কালাম আল্লাহ তোমার চরণ ধরে

বিনয়ের সাথে করছি দোয়া আর মিনতি,

আমার কোরআনের পাখিকে আল্লাহ তোমার 

পথে রেখে দিও দিন দুনিয়া ও আখেরাতে সুখ শান্তি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

নরসিংদীর শিবপুরে মাছ বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর